দর্শক পাশে থাকলে ‘তুফান’ ইতিহাস গড়বে: শাকিব

বিনোদন ডেস্ক :

আর মাত্র কয়েকদিন বাকি। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহ নিয়ে আছেন সিনেমাটি দেখার জন্য।

- Advertisement -

এরমধ্যেই বুধবার (১২ জুন) সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে সংবাদ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ‘তুফান’ সিনেমার তারকারা।

- Advertisement -google news follower

এই আয়োজনে উপস্থিত ছিলেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী এবং পরিচালক রায়হান রাফী। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল ও ডিজিটাল পার্টনার চরকির সিইও রেদওয়ান রনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনেমাটি তৈরির নানা অজানা কথা। শিল্পীরা তাদের অভিজ্ঞতার গল্প শোনান সবাইকে। সেই সঙ্গে প্রকাশ করা হয় তুফানের মুক্তির তারিখসহ আরো অনেক কিছু।

- Advertisement -islamibank

‘তুফান’ ইতিহাস গড়বে বলে আশাবাদী অভিনেতা শাকিব খান। এ সময় তিনি বলেন, দর্শক এভাবেই আমাদের পাশে থাকলে তুফান ইতিহাস গড়বে।

আমি সবসময় বলেছি, বাংলাদেশের সিনেমার সম্ভাবনা অপার। শুধু দেশে নয়, দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারা বিশ্বে ৩০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছে, তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে।

পরিচালক রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিব ছাড়াও আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তীসহ অনেকেই।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM