খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা শহরের চেঙ্গী স্কয়ার সংলগ্ন স্মৃতিসৌধে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর পরেই শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার আহমার উজ্জামান ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান।
সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বেলা ১২টার দিকে জেলা বিএনপি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও খাগড়াপুর মহিলা
সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়।
জয়নিউজ /পলাশ