দারুণ বোলিংয়ে ফাজালহাক ফারুরি, নাভিন-উল-হকরা লক্ষ্য রাখলেন হাতের নাগালে।
মোহাম্মাদ নাবিকে নিয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে বাকিটা সারলেন গুলবাদিন নাইব। পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রত্যাশিত জয়ে সুপার এইটে জায়গা করে নিল আফগানিস্তান।
ত্রিনিদাদে শুক্রবার ‘সি’ গ্রুপের ম্যাচে ৭ উইকেটে জিতেছে রাশিদ খানের দল। পাপুয়া নিউ গিনির ৯৫ রান তারা পেরিয়ে গেছে ২৯ বল বাকি থাকতে।
টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে আফগানিস্তান। আগেই সুপার এইট নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ রান রেটে পিছিয়ে আছে দুই নম্বরে। আফগানদের জয়ে নিশ্চিত হয়ে গেছে গ্রুপ পর্ব থেকেই নিউজিল্যান্ডের বিদায়।
সংক্ষিপ্ত স্কোর:
পাপুয়া নিউ গিনি: ১৯.৫ ওভারে ৯৫ (উরা ১১,ভালা ৩, সিয়াকা ০, বাউ ০, হিরি ১, সোপের ৯, ডোরিগা ২৭, ভানুয়া ০, নাও ১৩, কারিকো ৪*, কামেয়া ২; ফারুকি ৪-০-১৬-৩, নাবি ১-০-৯-০, নাভিন ২.৫-০-৪-২, রাশিদ ৪-০-২৫-০, নুর ৪-০-১৪-১, ওমারজাই ২-১-৫-০, জানাত ২-০-১০-০)
আফগানিস্তান: ১৫.১ ওভারে ১০১/৩ (গুরবাজ ১১. ইব্রাহিম ০, নাইব ৪৯*, ওমারজাই ১৩, নাবি ১৬*; নাও ৪-০-২৬-১, কামেয়া ৩-০-১৬-১, সোপের ২.১-০-১৯-০, ভানুয়া ৩-০-১৮-১, কারিকো ৩-০-১৫-০)
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: ফাজালহাক ফারুকি।
জেএন/পিআর