চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেছেন, স্বাধীনতার ৪৭ বছরে সবুজের রঙে আলোকিত প্রিয় বাংলাদেশ এগিয়েছে অনেকদূর। শিক্ষা, অর্থনীতি, শিল্প-বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ সব সেক্টরে এসেছে ইতিবাচক পরিবর্তন।
নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাস অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে রোববার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় সভায় মুক্তিযুদ্ধ নিয়ে নিজেদের ভাবনার কথা জানান স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের উপদেষ্টা অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যান চৌধুরী, ড. ইঞ্জিনিয়ারিং রশিদ আহমেদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি