কক্সবাজারে ৫ কোটি টাকার আইসসহ ইজিবাইকচালক আটক

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের রামুতে প্রায় ৪ কোটি ৯৫ লাখ টাকার আইসসহ এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি।

- Advertisement -

রোববার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। এর আগে, শনিবার এই অভিযান চালানো হয়।

- Advertisement -google news follower

বিজিবি জানায়, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবির কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টের দক্ষিণ দিকে ধুরুমখালী ব্রিজের ওপর একটি ইজিবাইক থামানো হয়।

- Advertisement -islamibank

এ সময় ইজিবাইকের চালককে অবৈধ কোনো মালামাল আছে কি না, জিজ্ঞাসা করা হলে সে অস্বীকার করে।

পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় প্রায় ৪ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৯৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

সেই সঙ্গে ওই ইজিবাইকের চালক মো. রাসেলকে আটক করা হয়। রাসেল উখিয়া বালুখালী ময়নার ঘোনা এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।

আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM