রেকর্ড গড়া জয়ে এবারের বিশ্বকাপ শেষ করলো শ্রীলঙ্কা

খেলাধুলা ডেস্ক :

টি-টুয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসকে দুইশ ছাড়ানো লক্ষ্য দিয়ে অল্প রানেই গুটিয়ে দিয়েছেন লঙ্কান বোলাররা।

- Advertisement -

ডি-গ্রুপের নিয়মরক্ষার ম‍্যাচে ৮৩ রানের জয় পেয়েছে ভানিডু হাসারাঙ্গার দল।

- Advertisement -google news follower

সেন্ট লুসিয়ায় সোমবার সকালে টস জিতে ব্যাটে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ১৬.৪ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

নেপালের বিপক্ষে জয়ে বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করেছে ডাচরা হারার আগেই। তাতে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচ হয়ে দাঁড়ায় আনুষ্ঠানিকতার।

- Advertisement -islamibank

নেপাল যেভাবে বাংলাদেশকে ১০৬ রানে আটকে দিয়েছিল, সুপার এইট নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা! শেষপর্যন্ত তেমন কিছু হয়নি। ডাচরাও ম্যাচ জেতেনি। টাইগারদের রানরেটের হিসাবেও যেতে হয়নি।

ব্যাটে নেমে পাথুম নিশাঙ্কা শূন্য রানে আউট হলে কুশল মেন্ডিসের ২৯ বলে ৪৬ রান এবং চারিথ আশালাঙ্কার ২১ বলে ৪৬ রানের মারকুটে ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে এগোতে থাকে শ্রীলঙ্কা।

শেষদিকে অ্যাঞ্জেলো ম্যাথুজের ১৫ বলে ৩০ ও অধিনায়ক হাসারাঙ্গার ৬ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে দুইশ পার করে দলটি।

জবাবে মাইকেল লেভিট ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস সর্বোচ্চ ৩১ রান করে ফেরেন। বাকিদের মধ্যে ম্যাক্স ও’ডাউড ১১, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ১১ ও আরিয়ান দত্ত ১০ রান করেন। বাকি কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।

লঙ্কানদের হয়ে নুয়ান থুসারা ৩টি উইকেট শিকার করেন। হাসারাঙ্গা ও পথিরানা নেন ২টি করে উইকেট।

শুধু জয় নয়, রেকর্ড গড়া জয় পেয়েছে শ্রীলঙ্কা। ফলে সুখস্মৃতি নিয়ে দেশের বিমান ধরবে হাসারাঙ্গার দল। চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো দুইশ পার করে লঙ্কানরা। এটি এখন পর্যন্ত চলমান বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ।

৮৩ রানের জয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে শ্রীলঙ্কা। সবচেয়ে বড় জয় ১৭২ রানে, কেনিয়ার বিপক্ষে ২০০৭ সালে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM