রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয়জন রোহিঙ্গা নাগরিক।

- Advertisement -

বুধবার (১৯ জুন) সকালে রোহিঙ্গা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮, ৯ এবং ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

বুধবার ভোরে কক্সবাজারের উখিয়ার থাইংখালি ৪ নম্বর ওয়ার্ডের চোরাখোলায় পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় আব্দুল করিম নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত আব্দুল করিম উখিয়ার পালংখালি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থাইংখালির শাহ আলমের ছেলে। সে থাইংখালি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

- Advertisement -islamibank

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রাথমিকভাবে দুর্ঘটনায় মারা যাওয়াদের নাম পরিচয় জানাতে পারেননি। মৃত ১০ জনের মধ্যে ৯ জন রোহিঙ্গা নাগরিক ও একজন বাংলাদেশি। তবে ১০ জনের মধ্যে চার বছরের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী রয়েছেন।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-৮ এর অধিনায়ক আমির জাফর বলেন, “৮ ও ৯ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার হয়েছে।”

রোহিঙ্গা ক্যাম্প পাহাড় ধসপ্রবণ এলাকা। পাহাড়ি এলাকায় বসবাস করে রোহিঙ্গারা। গতকাল থেকে একটানা ভারি বৃষ্টি হচ্ছে কক্সবাজারে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM