বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ছাত্রলীগের

অনলাইন ডেস্ক

বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

- Advertisement -

বুধবার (১৯ জুন) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান করা হয়।

- Advertisement -google news follower

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগ এবং কুড়িগ্রামের নদ-নদী, ঝিরি-ঝর্ণা ও জলাশয়ে পানি বৃদ্ধির কারণে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও তৎসংশ্লিষ্ট এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিদের বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।

যেসব কাজের আহ্বান জানানো হয়েছে

- Advertisement -islamibank

১. বন্যা সম্পর্কে সচেতনতা তৈরি
২. শুকনো ও প্রস্তুতকৃত খাবার সরবরাহ
৩. বিশুদ্ধ খাবার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ
৪. পানিবাহীত রোগ সম্পর্কে সচেতনতা তৈরি, স্যালাইন বিতরণ
৫. উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা
৬. ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
৭. স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM