আগামী ২৩ জুন —‘প্লাটিনাম জয়ন্তী’ পালন করতে যাচ্ছে দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এদিন দলটি ৭৫ বছরে পা রাখবে।
এ উপলক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের যৌথসভা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এ সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভায় আওয়ামী লীগের প্রতিষ্ঠার হীরকজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। ৭৫ বছরের প্লাটিনামজয়ন্তী উদযাপনে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
কর্মসূচির ভেতরে রয়েছে মধ্যে ২৩ তারিখ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবীদের আমন্ত্রণ, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বছর ব্যাপি তৃণমূলের কর্মসূচি, ২১ তারিখ রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজনদের নিয়ে সারাদেশে বৃক্ষরোপণ।
সভায় ওবায়দুল কাদের বলেন, সিলেটের বন্যায় মানুষ দুর্ভোগের মধ্যে দিনযাপন করছে। ১২ থেকে ১৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
প্রধানমন্ত্রী সবসময় পানিবন্দি মানুষদের খোঁজখবর নিচ্ছেন। দলের নেতাকর্মীদের উদ্ধার কাজ ও ত্রাণ কাজে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, ২১ বছরের দুঃশাসনে ফেরত যেতে চায় না বাংলাদেশ। সমস্যার সমাধান করা হবে আলোচনার মাধ্যমে। বিএনপি অবিশ্বাসের দেয়াল তৈরি করেছিলো। দীর্ঘদিনের সীমান্ত সমস্যা দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনার মাধ্যমে সমাধান করেছেন।
ভারতের সম্পর্ক ভালো রাখতে চাই। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে সমস্যা আলোচনার টেবিলেই সমাধান সম্ভব। বৈরিতা করতে গিয়ে বারবার বাংলদেশের ক্ষতি করেছে বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে সব সমস্যা আলোচনার টেবিলে সমাধান হবে। জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে সম্পর্ক রাখবো না।
সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ডা. দীপু মনিসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত রয়েছেন।
জেএন/পিআর