খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে দ্বিতীয় বারের মতো বিজয়ী করতে প্রচারণায় নেমেছেন দলের মনোনয়নবঞ্চিত সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা।
সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খাগড়াছড়ির কল্যাণপুর মৈত্রী বৌদ্ধবিহার প্রাঙ্গণে এক উঠান বৈঠকে নৌকার প্রচারণায় অংশ নেন সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা।
এসময় যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, এখানে প্রতিযোগিতা থাকবে। তবে আমরা কেউ কারো প্রতিপক্ষ নই। এটা ব্যক্তির নির্বাচন নয়, প্রতীকের নির্বাচন। আমরা সকলেই নৌকার পক্ষের শক্তি। শেখ হাসিনা কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোনয়ন দিয়েছেন, আমরা তার পক্ষেই কাজ করবো।
মৈত্রী বৌদ্ধবিহার কমিটির উপদেষ্টা কিরণ বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সঞ্চালনায় এই বৈঠকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শানে আলম ও আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন।
পরে যতীন্দ্র লাল ত্রিপুরা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে সঙ্গে নিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন।