আগামী দিনগুলোতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি মুক্তিযুদ্ধকে জানার সুযোগ করে দেবে বলে আশাবাদ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক।
রোববার (১৬ ডিসেম্বর) ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) ক্যাম্পাসে বিজয় দিবস উপলক্ষে ‘মুক্তিযোদ্ধারা জাতির অহংকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক-ই-আজম বলেন, যে প্রত্যাশা নিয়ে দেশকে আমরা স্বাধীন করেছি, তা এখনো পরিপূর্ণতা পায়নি। এদেশে এখনো অর্থনৈতিক বৈষম্য রয়ে গিয়েছে। এর ফলে নৈতিক মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি হচ্ছে সমাজে। যা মোটেই কাম্য নয়।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, যুদ্ধ পরবর্তী প্রজন্ম হিসেবে আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা বা অংশগ্রহণ না থাকলেও, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার ক্ষেত্রে আমরা কোনো অংশে পিছিয়ে নেই।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেজারার প্রফেসর সামস-উদ-দোহা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিদ্দিক আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন প্রক্টর অনন্যা নন্দী।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ইডিইউর ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের সদস্য মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকউদ্দীন আহমেদ।
সভা শেষে ইডিইউ কালচারাল ক্লাবের সদস্যরা দেশাত্মবোধক গান পরিবেশেন করেন।