রাসেলস ভাইপার ভীতি দূরীকরণসহ ব্যবস্থা গ্রহণে সিভিল সার্জনের নির্দেশনা

অনলাইন ডেস্ক

সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ার কারণে জনমনে ভীতির সঞ্চার হয়েছে। রাসেলস ভাইপার সাপে কাটা আক্রান্ত হওয়ার ভীতি দূরীকরণসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রতি কতিপয় নির্দেশনা জারী করেছে।

- Advertisement -

আজ ২২ জুন শনিবার বিকেলে প্রেরিত ও সিভিল সার্জন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা জারী করেন।

- Advertisement -google news follower

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সাপে কাটা রোগীর জীবন রক্ষার্থে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনোমসহ যাবতীয় চিকিৎসা প্রস্তুত রাখতে হবে। সাপে কাটা রোগীর ব্যবস্থাপনায় কোন ধরণের জঠিলতা সৃষ্টি হলে সকল ধরণের দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাইবে।

এ বিষয়ে স্যানিটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীসহ সিএইচসিপিদের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। যে কোন সাপে কাটার সাথে সাথে ওঝার শরণাপন্ন না হয়ে অতি দ্রুত সময়ে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হতে উদ্বুদ্ধ করতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ স্থানীয় জাতীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, তথ্য অফিস ও সংবাদকর্মীর সাথে যোগাযোগ করে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ নিতে হবে। রাসেলস ভাইপারে আক্রান্ত ব্যক্তি কম সময়ে কম সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে এন্টিভেনোমসহ যাবতীয় চিকিৎসা সেবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব, এ বিষয়ে বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লিফলেট, পোস্টার ও ব্যানার উপজেলা ও কমিউনিটি ক্লিনিকে টাঙ্গাতে হবে। একইসাথে রাসেলস ভাইপারে আক্রান্ত জনগণের চিকিৎসা সুবিধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে মর্মে স্থানীয় ব্যবস্থাপনায় মিডিয়াতে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে।

- Advertisement -islamibank

এ সকল নির্দেশনা বর্তমান সময়ে অতীব জরুরী বলে উল্লেখ করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM