প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বেলজিয়ামের। নিজেদের দ্বিতীয় ম্যাচে রোমানিয়াকে ২-০ গোলে হারিয়ে ইউরো কাপের শেষ ষোলোর লড়াই জমিয়ে দিলেন লুকাকু-ডি ব্রুইনারা।
রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া, ইউক্রেন-এখন ‘ই’ গ্রুপে দুইটি করে ম্যাচ খেলে চার দলেরই সমান ৩ পয়েন্ট।
কলজনে স্টেডিয়ামে ম্যাচ শুরু হতে না হতেই এগিয়ে যায় বেলজিয়াম। রোমেলু লুকাকুর দারুণভাবে বল বানিয়ে দেন। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন ইয়োরি টাইলেমানস। ম্যাচের তখন মাত্র ৭৫ সেকেন্ড।
এরপর ব্যবধান বাড়াতে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ শানাতে থাকেন ইয়োরি-লুকাকুরা। অবশ্য প্রথমার্ধে আর কোনো গোল হজম করেনি রোমানিয়া।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে বেলজিয়াম। ৬৩ মিনিটে ডি ব্রুইনার পাস থেকে জেরেমি ডকোর শট পোস্টের বাঁদিক ঘেঁষে চলে যায়। এর কয়েক সেকেন্ড পরেই জালে বল জড়ান লুকাকু। তবে ভার দেখে অফসাইডের কারণে সে গোল বাতিল করে দেন রেফারি।
তবে ব্যবধান বাড়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বেলজিয়ামকে। ৭৯ মিনিটে কেভিন ডি ব্রুইনা বক্সের মধ্যে বল পেয়ে পোস্টের ডানদিক দিয়ে মেরে গোলরক্ষককে পরাস্ত করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।
জেএন/এমআর