পিছিয়ে পড়েও ইকুয়েডরকে হারাল ভেনিজুয়েলা

অনলাইন ডেস্ক

মাত্র ১০ মিনিটেই বদলে গেল খেলার দৃশ্যপট। দশজনের দল নিয়েও এক গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল ইকুয়েডর। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভবে ঘুরে দাঁড়ায় ভেনিজুয়েলা। পিছিয়ে পড়েও ম্যাচ শেষ করে তৃপ্তির জয় নিয়ে।

- Advertisement -

লেভিস স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-১ গোলে হারায় ভেনিজুয়েলা। ম্যাচের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে ইকুয়েডরকে।

- Advertisement -google news follower

হোসে মার্তিনেসকে ফাউল করায় ২২তম মিনিটে লাল কার্ড দেখেন দলটির অধিনায়ক এনার ভালেন্সিয়া। তা সত্ত্বেও বিরতির আগে ইকুয়েডরকে এগিয়ে দেন হেরেমি সারমিয়েন্তো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হোন্দার কাদিস ও এদুয়ার্দ ভেয়োকে মাঠে নামান ভেনিজুয়েলা কোচ ফার্নান্দো বাতিস্তা। সেই দুই বদলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৬৪ মিনিটে সালোমোন রন্দোনের পাস থেকে নিচু শটে সমতা ফেরান কাদিস। এর ১০ মিনিট পর বক্সের ভেতর ডান পায়ের শটে ভেনিজুয়েলাকে এগিয়ে দেন বেয়ো। যার ফলে প্রথমবারের মতো কোপা আমেরিকায় পিছিয়ে পড়েও জয়ের ইতিহাস গড়ে ভেনিজুয়েলা।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM