চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব বরৈয়া গ্রামের বদরুদ্দোজা মেম্বারের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অন্তত ১৮টি বসতঘরের অধিকাংশ মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দেড় ঘন্টায় নিঃস হয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে ১৮টি পরিবার।
জানা গেছে, আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব বরৈয়া গ্রামে আবদুল কাদেরের বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মুহুর্তেই আগুন আশেপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের এক ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় দেড় ঘন্টার চেষ্টায় বেলা পৌণে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই হুমায়ুন পারভেজ, মো. ইউনুচ মিস্ত্রী, মো. নুরুল আলম, মো. শাহ আলম, আবদুল মান্নান, আবদুস সবুর, আবদুর রহিম, আবদুল হাকিম, আবদুল গফুর, মো. মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মোহাম্মদ হোসেন, আলমাস খাতুন প্রকাশ লেদুনী, মো. আনোয়ার, আবদুল কাদের, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ ইদ্রিস ও জেসমিন আক্তারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত লিডার মো. মুজিবুর রহমান জানান, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এতে ১৮টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে দমকল কর্মীরা কাজ করছে বলে জানান এ কর্মকর্তা। তবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করছে আগুনে তাদের অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জেএন/পিআর