১৪ জেলায় নতুন এসপি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে ১৪ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

- Advertisement -

রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

- Advertisement -google news follower

বদলি কর্মকর্তাদের মধ্যে- ডিএমপির ডিসি মোহাম্মদ শাহজাহানকে রংপুরের পুলিশ সুপার (এসপি), ডিএমপির ডিসি মুহাম্মদ আলমগীর হোসেনকে কুষ্টিয়ায়, কুমিল্লার এসপি আব্দুল মান্নানকে সিলেটে, সিলেটের এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ডিএমপির ডিসি, পটুয়াখালীর এসপি মো. সাইদুল ইসলামকে কুমিল্লায়, বরগুনার এসপি মো. আবদুস ছালামকে পটুয়াখালীতে, পিবিআইয়ের পুলিশ সুপার মো. রাফিউল আলমকে বরগুনায়, ফেনীর এসপি জাকির হাসানকে বগুড়ায় পদায়ন করা হয়েছে।

এছাড়া ডিএমপির ডিবির ডিসি মো. আ. আহাদকে পাবনায়, নীলফামারীর এসপি মো. গোলাম সবুরকে টাঙ্গাইলে, পিবিআইয়ের এসপি মো. মোকবুল হোসেনকে নীলফামারীতে, মাদারীপুরের এসপি মাসুদ আলমকে যশোরে, এসবির পুলিশ সুপার মো. শফিউর রহমানকে মাদারীপুরে, পুলিশ সদরদপ্তরের এম এন মোর্শেদকে সুনামগঞ্জের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

- Advertisement -islamibank

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি কার্যক্রমটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM