একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীকের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক।
সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে হাটহাজারী বাসস্টেশন এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় ফজলুল হক ইব্রাহিমের হাতে ধানের শীষ তুলে দেন।
কর্মীসভা শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাটহাজারী পৌর সদরের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারা গণসংযোগ করেন।
এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মো. মাহাবুবুল আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশীদ চেয়ারম্যান, উপজেলা বিএনপি নেতা নুরুন্নবী তালুকদার, জাকির হোসেন চেয়ারম্যান, মাওলানা মীর কাশেম, শফিউল আলম, মোহাম্মদ হোসেন মাস্টার, অ্যাডভোকেট ফরিদ উদ্দীন, সুলতান আলম চৌধুরী, মোহাম্মদ ইউছুপ, একরাম উদ্দীন সেলিম, মোহাম্মদ ইসমাইল, মো. খায়রুন্নবী, কাজী মহসিন, ডা. ফরিদ, মোহাম্মদ ইব্রাহীম, নুর মোহাম্মদ, সিরাজুল ইসলাম রাশেদ, শাফায়েতুল ইসলাম, শফিক আহমদ ভুট্টু, অধ্যাপক শাহ আলম, ইলিয়াছ আলী, জাহাঙ্গীর মেম্বার, ইউছুপ কামাল, খোরশেদ আলম, নুরুল আবছার কোম্পানী, সৈয়দ মিয়া মেম্বার, মো.হারুন ডিলার, মজিবুল হক, অধ্যাপক ওসমান গনী, যুবদল নেতা মোহাম্মদ শিমুল, মোহাম্মদ আনোয়ার, এয়ার মোহাম্মদ বাচা, রহিম উদ্দীন রাজু, ওয়াসিম রেজা, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ নাজিম উদ্দীন, জেলা ছাত্রদল নেতা মো. ফোরকান চৌধুরী, রেজাউল করিম বাবু, মোহাম্মদ রাশেদ, উপজেলা ছাত্রদল নেতা কাজী এরশাদ, আরমানুল হক, রাশেদ খান, শফিউল আজম, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ হোসেন, জিয়াউদ্দীন মিজান, মো. কিবরিয়া, রহমত, মিনহাজ মাসুম বাবু, মনসুর।
জয়নিউজ/আবু তালেব/বিশু/জুলফিকার