রামুতে বাইক-সিএনজির সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

অনলাইন ডেস্ক

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তাওহীদ বাবু(২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সে রামু সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

- Advertisement -

নিহত তাওহীদ বাবু জেলা শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী লুৎফুর রহমানের ছেলে।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী।

তথ্য সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাবু মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিল, সে জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার হাত এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

- Advertisement -islamibank

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জোয়ারিয়ানালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM