কণ্ঠভোটে ‘ইন্ডিয়া’ জোটের কে সুরেশকে হারিয়ে ভারতের লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন এনডিএ জোটের প্রার্থী ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন তিনি।
তার বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বুধবার ছিল সেই ভোটাভুটি। ১১টা নাগাদ সেই ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান গুজরাটের এই সংসদ সদস্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভার স্পিকার নির্বাচনের পর ওম বিড়লাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, তৃতীয়বার সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বক্তৃতা দেন। এ সময় ওমের সংসদ পরিচালনার প্রশংসা করেন তিনি।
এছাড়া এনডিএ প্রার্থী ওম বিড়লা লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পরে তাকে স্বাগত জানান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও।
জেএন/এমআর