হাটহাজারীতে আগুনে পুড়েছে ৪ বসতঘর, আহত ১

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ননা ঠাকুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

- Advertisement -

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে লাগা এ আগুনে অরবিন্দু চক্রবর্তী, অঞ্জন চক্রবর্তী, আশীশ চক্রবর্তী ও কাঞ্চন চক্রবর্তীর মালিকানাধীন ৪টি সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

- Advertisement -google news follower

তাছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এক রিক্সাচালক আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার রাতে ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার নিয়ে যায় স্থানীয় এক রিক্সাচালক। পরে তিনি সিলিন্ডারটি রান্না ঘরের চুলার সথে সংযোগ দিতে গেলে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

- Advertisement -islamibank

এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, খবর পেয়ে দমকল বাহিনী দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যায়। তারা এলাকাবাসীর সহায়তায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তার আগেই চারটি সেমিপাকা বসতঘর পুড়ে যায়। তবে আশপাশের কয়েকটি ঘর আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে জানায় এ কর্মকর্তা।

এদিকে খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পরিষদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করার ব্যবস্থা করা হচ্ছে জানালেন ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন খান সুমন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM