থানা হেফাজতে হেফজখানার শিক্ষক

শিশুছাত্রদের সাথে কি এমন করেছেন এ শিক্ষক? পুরস্কার গণপিটুনি!

ঘটনা রাউজান

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের দক্ষিণ রাউজানের ব্রাহ্মণহাট এলাকার ফয়জানে মুস্তফা হেফজখানায় তিন শিশুছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ওই হেফজখানার শিক্ষক হাফেজ মো. আজিজুল মোস্তাফা (৩৫)’র বিরুদ্ধে।

- Advertisement -

এ ঘটনায় মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় ভিকটিমদের অভিভাবক ও এলাকাবাসীরা ক্ষুদ্ধ হয়ে ওই শিক্ষককে গণপিটুনি দেয়।

- Advertisement -google news follower

পরে খবর পেয়ে রাউজান থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে এ শিক্ষককে উদ্ধার করে। রাত সোয়া ৯টার দিকে তাকে থানায় নিয়ে যায়।

আজিজুল মোস্তফার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। বর্তমানে নানা বাড়ি রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে থাকেন।

- Advertisement -islamibank

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক তিন ছাত্রকে বলাৎকার করে আসলেও কোরবানির ঈদের বন্ধে শিক্ষার্থীরা বাড়ি যাওয়ার পর ঘটনাটি জানাজানি হয়।

মঙ্গলবার হেফজখানা খুললে বিক্ষুব্ধরা তাকে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনের মাধ্যমে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ভিকটিমদের মধ্যে একজনের চাচা সাইদুল হক বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে রাউজান থানায় মামলা করেন।

থানার ওসি জাহিদ হোসেন মামলার কথা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় গণপিটুনির খবরে পেয়ে টিম রাউজান ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতার কবল থেকে ওই হাফেজ শিক্ষককে উদ্ধার করে।

রাত ৯টায় পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার আগে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM