চট্টগ্রামের মিরসরাইয় খৈয়াছড়া ঝরনা রাস্তার মাথায় এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে লরির ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) দুপুর ১ টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ১টার দিকে উত্তরা পরিবহনের একটি বাসের পেছনে বিএসআরমের মালবোঝাই লরির ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এর আগে স্থানীয়রা হতাহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ি দু’টি উদ্ধারের জন্য রেকার আনা হচ্ছে।
জেএন/হিমেল/এমআর