বোয়ালখালীতে সিএনজিচালিত অটোট্যাক্সিতে করে মদ পাচারের সময় ধরা পড়েছে পুলিশের হাতে।
গতকাল মঙ্গলবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার সারোয়াতলী দাশের দিঘি-বেঙ্গুরা সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে ট্যাক্সিটি আটক করা হয়।
এতে ১১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়ায় গাড়িটি জব্দ করা হয়েছে। এ সময় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব খিতাপচর হাসনা পাড়ার মৃত আবদুল বারেকের ছেলে মো. নুরুল ইসলাম(৪২) গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে সোমবার ভোরে আহলা করলডেঙ্গা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. ইলিয়াস (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। ইলিয়াস মধ্যম করলডেঙ্গা মোখলেছ মিয়ার বাড়ীর মৃত জাফর আহমদের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, মদ উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেএন/পুজন/পিআর