নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী ট্রলারে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। ট্রলারের ভেতরে থাকা তেল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। নৌযানটি আগুন লাগা অবস্থায় ভাসতে ভাসতে বুড়িগঙ্গা নদীর উপারে ঢাকার কেরানীগঞ্জ চলে যায়। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৬ জুন) সন্ধ্যা পৌনে ৭টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নৌযানে এ আগুন দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।
তিনি জানান, বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ডাম্পিংয়ে কাজ করছিল। হঠ্যাৎ করে সন্ধ্যায় আবারও নৌযানটিতে আগুন ধরে। ট্রলারের ভেতরে তেল থাকায় থেমে থেমে আগুন ধরছে। আমরা এখনো নিয়ন্ত্রণে কাজ করছি। আমরা এরই মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছি।
এদিকে রাতে পরিদর্শনে এসে সাংবাদিকদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক জানান, নৌযানটিতে তেল থাকায় ফের আগুন ধরে। এটি নদীর ওপারে চলে গেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
এর আগে দুপুর দেড়টায় সদর উপজেলার মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ আগুনের সূত্রপাত। এ সময় আগুনে তেলের ড্রাম বিস্ফোরণে বিকট শব্দে কম্পিত হয়ে ওঠে।
ফায়ার সার্ভিসের ফতুল্লা, পাগলা, হাজীগঞ্জ, মন্ডলপাড়া ও সদরঘাটসহ ৯ ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান।
ডিপো সংশ্লিষ্টরা জানান, ট্রলারে কয়েকজন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। এ সময় সেখান থেকে হয়তো আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়।
ঘটনাস্থল পরিদর্শনে এসে ইউএনও দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে কয়েক শ্রমিক রান্না করছিল বলে শুনেছি। হয়তো সেখান থেকে এ ঘটনা ঘটতে পারে। একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, বাকিদের ব্যাপারে এখনো কোনো তথ্য জানা নেই।
জেএন/এমআর