পটিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের পটিয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার ভোরে রেললাইন ধরে হাটতে বের হয়েছিলেন লায়লা বেগম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা।

- Advertisement -

তিনি হাটতে হাটতে উপজেলার বাহুলী এলাকায় আসার পর অন্যমনস্ক হয়ে পড়ে। এসময়ে ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেনের হুইসেলও তার কানে পৌছানি।

- Advertisement -google news follower

শেষমেষ চলন্ত ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জিআরপি পুলিশের কর্মকর্তা ও রেলওয়ের বেশকিছু কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

- Advertisement -islamibank

পরে লাশের সুরতহাল রিপোর্ট শেষ করে নিজেদের হেফাজতে নেন। জিআরপি পুলিশ থেকে বলা হয়, স্বজনরা এলে সকল আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মৃত লায়লা বেগম চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা গ্রামের পৌরসভাধীন চৌধুরী পাড়ার মৃত জরি আহম্মদ চৌধুরীর স্ত্রী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM