পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন মানিক

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট সড়কের সরকারহাট বাজারে সড়ক দুর্ঘটনায় আহত ড্রাম ট্রাক চালক মো. মানিক (৩৭) মারা গেছেন।

- Advertisement -

গত শনিবার (২২ জুন) দুর্ঘটনায় আহত হওয়ার পর পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন দুই সন্তানের এ জনক।

- Advertisement -google news follower

আজ বৃহস্পতিবার (২৭ জুন) নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মানিক হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুলবুলি পাড়া এলাকার মালিক নুর চেয়ারম্যানের বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে।

- Advertisement -islamibank

এর আগে গত ২২ জুন শনিবার সরকারহাট বাজার এলাকায় উল্টো দিক থেকে আসা খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি গাড়ি, ২টি জিপ (চাঁদের গাড়ি), ১টি মিনি ট্রাক ও ১টি পিকআপকে ধাক্কা দেয়।

এতে বাস চালক বেঁচে গেলেও গুরুতর আহত হয় ড্রাম ট্রাক চালক মানিক। তাছাড়া বাসে থাকা অন্তত ১৫ যাত্রীও কমবেশি আহত হয়।

এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ৫দিন চিকিৎসাধীন থেকে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ট্রাক চালক মানিক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মানিকের ছোট ভাই মোহাম্মদ নজরুল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM