অর্থবছরের শেষ দিকে বন্ধের দিন শনিবার চট্টগ্রাম কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমদানি ও রপ্তানিকারকদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ কমিশনার ও মুখপাত্র মোহাম্মদ সাইদুল ইসলাম।
চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এমনিতে শনিবার কাস্টম সীমিত আকারে খোলা থাকে। এই শনিবার কাস্টমসের সব শাখাই খোলা থাকবে। এসময় শুল্কায়নসহ কাস্টমসের সব কাজ করা যাবে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, আগামী শনিবার চট্টগ্রাম কাস্টমস হাউস খোলা থাকবে। তবে ব্যাংক খোলা থাকবে কি না তিনি জানাতে পারেনি।
জেএন/এমআর