চট্টগ্রাম সমুদ্র বন্দরে অভিযান চালিয়ে সিগারেট ভর্তি একটি কনটেইনার আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কনটেইনারটিতে ২ হাজার ৫০০ মিনি কার্টুনে মোট ৫০ লাখ পিস সিগারেট পাওয়া যায়।
জানা যায়, ওয়াটার পিউরিফাইয়িং মেশিনের কথা বলে চালানটি আমদানি করেছে রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার হামকো কর্পোরেশন লিমিটেড। চালানটি ২৬ জুন দুপুরে চট্টগ্রাম বন্দরে পৌছে। গোপন সূত্রে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন অসত্য তথ্য দিয়ে মালামাল আমদানি করেছে প্রতিষ্ঠানটি।
৫০ লাখ বিদেশি সিগারেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এ কে এম খায়রুল বাশার বলেন, অবৈধভাবে আমদানিকৃতি এক কনটেইনার বিদেশি সিগারেট আটক করা হয়েছে।
জেএন/এমআর