দুই মাস ৮ দিন পর চালু দ্রুতগতির ইন্টারনেট সেবা

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মিত বাংলাদেশের সাবমেরিন ক্যাবলস (পিএলসি) ল্যান্ডিং স্টেশন থেকে দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু হয়েছে। দীর্ঘ দুই মাস আটদিন পর শুক্রবার (২৮ জুন) দুপরে সমগ্র দেশে দ্রুতগতির এ ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়।

- Advertisement -

সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে গত ২০ এপ্রিল ক্যাবল কেটে যাওয়ায় এতদিন বন্ধ ছিল সিমিউই-৫ কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের দ্রুতগতির ইন্টারনেট সেবা।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ।

তিনি জানান, সিমিউই-৫ সেবা বন্ধ হওয়ার পর কক্সবাজার সিমিউই-৪ এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছিল। সিমিউই-৪ থেকে আগামী দু-একদিনের মধ্যে সিমিউই-৫ এর গ্রাহকদের কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত করা হবে।

- Advertisement -islamibank

২০১৭ সালের ৬ জানুয়ারি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ টেরাবাইট গতির ইন্টারনেট প্রদানের লক্ষ্য নিয়ে দেশের সর্বোচ্চ গতির কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন যাত্রা শুরু করে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM