বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

দেশজুড়ে ডেস্ক :

বিক্রির উদ্দ্যেশে দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং ডায়াবেটিস নিরুপণ মেশিনে সূচ লাগিয়ে রাখা ও লাইসেন্স দৃশ্যমান না রাখার অভিযোগে দুটি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

আজ শনিবার (২৯ জুন) বেলা ১২ টা হতে দুপুর ১ টা পর্যন্ত রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুনবাজারে অভিযানটি পরিচালিত হয়।

- Advertisement -google news follower

অভিযানের নের্তৃত্ব দেন রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ।

তিনি জানান, অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে লাইসেন্স দৃশ্যমান করতে পারেনি। তাছাড়া ডায়াবেটিস নিরুপণ মেশিনে সূচ লাগিয়ে রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য দোকানে রাখার দায়ে বাজারের সুমন মেডিকেল হলকে ৬ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে কর্ণফুলী মেডিকেল হলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

অভিযানকালে কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. ইলিয়াস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM