ড্রেন পরিস্কার করতে গিয়ে পাহাড় ধসে কৃষকের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমির ড্রেন পরিস্কার করতে গিয়ে পাহাড় ধসে আবু বক্কর নামে ৫৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ শনিবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কৃষক ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

- Advertisement -google news follower

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, সকালে ফুলতলি পাহাড়ের পাশে নিজের জমিতে কাজ করতে যান আবু বক্কর।

- Advertisement -islamibank

বেলা ১১টার দিকে জমির ড্রেইনে জমে থাকা মাটি সরানোর সময় হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ওসি আবদুল মান্নান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM