চন্দনাইশে পরীক্ষার আগে সাপের ছোবল! হাসপাতালে পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. তাসিব। রবিবার (৩০ জুন) সকালে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছিলেন।

- Advertisement -

পরীক্ষা দিতে যাওয়ার আগে নিজ বাড়ির বাথরুমে গেলে সাপের কামড়ে সে আহত হয়। প্রাণ বাঁচাতে স্বজনরা তাকে ভর্তি করেছেন হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

- Advertisement -google news follower

ফলে প্রথম দিনের পরীক্ষা দেওয়া হলো না তাসিবের। আহত তাসিব উপজেলার পশ্চিম এলাহাবাদের মৃত আহমদ হোসেনের ছেলে।

জানা গেছে, পরীক্ষার আগ মুহুত্বে এইচএসসি পরীক্ষার্থী মো. তাসিব সাপের কামড়ে আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা কালাম প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন।

- Advertisement -islamibank

সে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ফলে সে প্রথমদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM