হজে গিয়ে ৫৬ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন পৌনে ৩৭ হাজার

অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩৬ হাজার ৭৪৭ বাংলাদেশি হাজি। এছাড়া হজ করতে গিয়ে মারা গেছেন ৫৬ বাংলাদেশি।

- Advertisement -

সোমবার (১ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, হজে গিয়ে এখন পর্যন্ত ৫৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৩ জন আর নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৫ জন, মদিনায় চারজন, মিনায় ছয়জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী তাদের সেখানেই দাফন করা হয়।

- Advertisement -google news follower

হজ পোর্টালের বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি থেকে মোট ৯৪টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩২টি, সৌদি এয়ারলাইনস ৩৭টি ও ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরব যান। হজ শেষে তারা দেশে ফিরছেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM