টেকনাফের হ্নীলায় একটি লবণের মাঠে মাটির নিচে পুঁতে রাখা ছিলো অজ্ঞাত একটি লাশ। সোমবার (১ মে) সকালে টেকনাফ থানায় এমন তথ্য জানায় স্থানীয়রা।
খবর পেয়ে হ্নীলা আলীখালী হাইওয়ে ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা ধারণা করছেন, অন্তত ৮ দিন আগে এই ব্যক্তির মৃত্যু হতে পারে। মৃত্যু বা হত্যার পরে লাশ মাটিচাপা দিয়েছে দুর্বৃত্তরা।
তবে স্থানীয় অনেকেরই মনে প্রশ্ন জাগে, লবণের মাঠে মাটির নিচে লাশটি পুঁতে রাখল কে? তদন্তপূর্বক হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।
টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা আমাদের জানান, মাঠিচাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়েছেন তারা।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে লাশটি সনাক্ত করা সম্ভব হয়নি। সনাক্তের কাজ চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি পরে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
জেএন/পিআর