আর্জেন্টিনাসহ আরও ৯ দেশে কূটনৈতিক মিশন হবে: পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আর্জেন্টিনাসহ নতুন করে আরও নয়টি দেশে কূটনৈতিক মিশন স্থাপনে কাজ চলছে।

- Advertisement -

এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস, নরওয়ের রাজধানী অসলো ও কম্বোডিয়ার রাজধানী নমপেন।

- Advertisement -google news follower

এ ছাড়াও সাব-মিশন স্থাপন করা হবে চীনের গুয়াংজো, ব্রাজিলের সাওপাওলো, জার্মানির ফ্রাঙ্কফুট ও মালয়েশিয়ার জোহর বাহরুতে।

ড. হাছান মাহমুদ জানান, বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশন রয়েছে। চালু রয়েছে ৮০টি মিশনের কার্যক্রম।

- Advertisement -islamibank

এর মধ্যে রয়েছে ৪৭টি দূতাবাস, ১৪টি হাইকমিশন, ১২টি কনস্যুলেট, তিনটি স্থায়ী মিশন, চারটি উপহাইকমিশন ও চারটি সহকারী হাইকমিশন।

সোমবার (১ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এ বিষয়ে জানাতে চান পররাষ্ট্রমন্ত্রীর কাছে।

৪টি বন্ধ কূটনৈতিক মিশনের পরিচয় দিতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে সুদানের (খার্তুম) মিশনটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। সিয়েরা লিওন ও আফগানিস্তানের কাবুল মিশন দু’টি প্রশাসনিক প্রক্রিয়া শেষে চালুর অপেক্ষায় আছে।

এছাড়া সৌদি আরবের জেদ্দায় ওআইসি সেক্রেটারিয়াট (স্থায়ী মিশন) স্থাপনে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন ও মন্ত্রিসভার সদয় অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন প্রক্রিয়া শেষ হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM