যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে

অনলাইন ডেস্ক

কোপা আমেরিকায় কানসাস সিটিতে আজ ‘সি’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে উঠেছে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে

- Advertisement -

উরুগুয়ের হয়ে ম্যাচে ৬৬ মিনিটে গোলটি করেন ডিফেন্ডার মাতিয়াস অলিভিয়েরা। গোলটি নিয়ে অবশ্য বিতর্ক আছে। টিভি রিপ্লেতে মনে হয়েছে অফসাইড পজিশনে ছিলেন অলিভিয়েরা। তবে ভিএআর দিয়েছে গোলের সিদ্ধান্ত।

- Advertisement -google news follower

অবশ্য ম্যাচে দাপট ছিল উরুগুয়েরই। গোলের উদ্দেশ্যে মোট ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৫টি। ৮৯ মিনিটে ডারউইন নুনেজের বদলি হিসাবে মাঠে নামেন লুইস সুয়ারেজ। এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে ছিলেন না উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা।

যুক্তরাষ্ট্রকে এই ম্যাচটি খেলতে হয়েছে উইঙ্গার টিম উইয়াহকে ছাড়া। পানামার বিপক্ষে ম্যাচ লাল কার্ড দেখায় খেলতে পারেননি তিনি।

- Advertisement -islamibank

কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে।

অরল্যান্ডোতে সি গ্রুপের আরেক ম্যাচে পানামা ৩-১ গোলে হারিয়েছে বলিভিয়াকে। তাতে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠেছে পানামা। কোয়ার্টারে পানামার প্রতিপক্ষ হবে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM