আংশিক দায়মুক্তি পেলেন ট্রাম্প, যা বললেন বাইডেন

ভিনদেশ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালিন অপরাধমূলক কাজের আংশিক দায়মুক্তি পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

- Advertisement -

সোমবার মার্কিন সুপ্রিমকোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিমকোর্ট।

- Advertisement -google news follower

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনো কিছু করে থাকলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে না। তবে ব্যক্তিগত কোনো কৃতকর্মের জন্য তার বিচার করা যাবে।

- Advertisement -islamibank

সুপ্রিম কোর্টের এ রায়কে বড় জয় বলছেন ট্রাম্প।

অন্যদিকে, ডেমোক্র্যাক্ট প্রেসিডেন্ট জো বাইডেন এ রায়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। আংশিক দায়মুক্তি দিয়ে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটিকে দেশের বিচার ব্যবস্থার ইতিহাসের ‘বিপজ্জনক নজির’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট।

সুপ্রিম কোর্ট মার্কিন জনগণের জন্য ‘ক্ষতিকর হয়ে উঠছে’ বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার রায় ঘোষণার পর হোয়াইট হাউসে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেন, ‘যে মূলনীতির ওপর এই জাতি প্রতিষ্ঠিত, তা হলো— যুক্তরাষ্ট্রে কোনো রাজা থাকবে না। আইনের সামনে আমরা প্রত্যেক নাগরিক সমান। কেউই আইনের ঊর্ধ্বে নয়; এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নয়।’

‘কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করলেন, তা শুধু এই দেশের বিচার ব্যবস্থার জন্য একটি বিপজ্জনক নজিরই নয়, বরং মার্কিন জনগণের জন্যও ক্ষতিকর। কারণ দেশের জনগণ আজ থেকে দেখছে যে একজন ব্যক্তি, যিনি ক্যাপিটল হিলে হামলার জন্য নিজের অনুসারীদের পাঠিয়েছিলেন, তিনি দায়মুক্তি ভোগ করছেন। সুপ্রিম কোর্টের উচিত এই রায়ের জন্য যুক্তরাষ্ট্রের জনগণের কাছে জবাবদিহি করা।’

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বী ছিলেন, তবে সে সময় ট্রাম্প ছিলেন প্রেসিডেন্ট।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টা, ক্যাপিটল হিলে হামলায় উসকানি, কর ফাঁকি, রাষ্ট্রের গোপন নথি সরানোসহ বেশ কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে।

ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ২০২০ সালের নির্বাচনে তাকে হারিয়ে জয় পান জো বাইডেন।

ওই নির্বাচনের ফল বদলাতে হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন ট্রাম্প। পরে ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার পেছনেও উসকানি দিয়েছিলেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM