সৌদির ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সৌদির ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছেন। সামাজিক খাতে ব্যয় বাড়িয়ে ২৯ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের এই বাজেট ঘোষণা করেন তিনি।

- Advertisement -

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ২০১৯ সালের বাজেট ঘোষণা করেন বাদশা। তেলের দাম কমতে থাকার কারণে এই বাজেটে ঘাটতি ধরা হয়েছে সাড়ে ৩ হাজার কোটি মার্কিন ডলার।

- Advertisement -google news follower

এ সময় টেলিভিশনে এক ভাষণে বাদশাহ সালমান বলেন, আমরা অর্থনেতিক সংস্কার, আর্থিক শৃঙ্খলা অর্জন, স্বচ্ছতা উন্নয়ন এবং বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এক সংবাদ সম্মেলনে বলেন, সরকারি ঋণের পরিমাণ বর্তমানে জিডিপির ১৯ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২১ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM