৯১তম অস্কারের সেরা বিদেশি ভাষার ছবির সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছে মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
একাডেমি সদস্যরা অক্টোবরের মাঝামাঝি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘ডুব’সহ জমা পড়া সব ছবি দেখেছেন। তারা বেছে নেন ছয়টি ছবি। তবে একাডেমির বিদেশি ভাষার ছবি বিভাগের নির্বাহী কমিটি সংক্ষিপ্ত তালিকায় আরও তিনটি চলচ্চিত্র যুক্ত করেছে। এই ৯টি ছবি একাডেমি সদস্যরা দেখে ব্যালটে ভোট দেবেন। তাদের রায়ে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি চলচ্চিত্র।
বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জীবনের একটি বিতর্কিত অংশ নিয়ে ‘ডুব’ ছবিটি তৈরি হয়েছে বলে ধারণা করেন অনেক সমালোচক। এই ছবিতে ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পার্নো মিত্রসহ অনেকে।