পৃথক অভিযানে ৯ জঙ্গি নিহত

প্রতিবেশী ডেস্ক :

পাকিস্তানের খাইবার ও লাক্কি মারওয়াত জেলায় দুটি পৃথক সামরিক অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে।

- Advertisement -

গত সোমবার চালানো এই অভিযানে ৯ জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধম দ্য ডন।

- Advertisement -google news follower

পাক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী খাইবারের তিরাহ অঞ্চলে অভিযান চালিয়েছে। সেখানে সাতজন নিহত হয়েছে।

সেই অভিযানে জঙ্গি কমান্ডার নাজিব ওরফে আব্দুর রেহমান ও জঙ্গি নেতা ইশফাক ওরফে মুয়াবিয়া নিহত হয়েছে।

- Advertisement -islamibank

নিহত জঙ্গি সদস্যরা ওই অঞ্চলে নানা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলো বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছিলো। নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলা-বারুদ ও বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দ্বিতীয় অভিযানটি চালানো হয় লাক্কি মারওয়াত জেলায়। সেখানে অপারেশন চলাকালে দুই জঙ্গি নিহত হয়।

এদিকে দেরা ইসমাইল খানে কুলাচির মাদ্দিতে ফ্রন্টিয়ার কর্পসের এক সদস্যের প্রাণ গেছে।

পুলিশ জানায়, শনাক্ত মরদেহটি ২৪ বছর বয়সী নওমানের। নিহতের চাচা রমজান গুলির শব্দ পেয়ে পুলিশকে খবর দেন। দুর্বৃত্তরা মোটরসাইকেলে চেপে এসে খুন করে পালিয়ে যায়।

এদিকে জঙ্গি নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। তারা পাকিস্তান থেকে জঙ্গিবাদকে মুছে দেওয়ার অঙ্গীকার করেছে বলেও জানা গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM