পোড়ানো হয় অবৈধ বিপুল জাল

সীতাকুণ্ডে অভিযানে ৫ কেজি ইলিশ জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় অভিযান পরিচালনা করে ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একইসাথে ৩৫ হাজার বর্গমিটার চরঘেরা জাল জব্দ করে পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

- Advertisement -

আজ বুধবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার বাঁশবাড়িয়া ও কুমিরা ঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য দপ্তর এবং কোস্ট গার্ড।

- Advertisement -google news follower

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আবদুর গাফ্ফার।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

- Advertisement -islamibank

এই নিষেধাজ্ঞা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার সকালে কুমিরা-বাঁশবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩৫ হাজার বর্গমিটারের চরঘেরা জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করে। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM