লালদীঘিতে আওয়ামী লীগের সমাবেশ শুরু

লালদীঘি ময়দানে শুরু হয়েছে আওয়ামী লীগের সমাবেশ। আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত চট্টগ্রামের ১৬টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচিতির জন্য এই সমাবেশ। চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা আওয়ামী এই সমাবেশের আয়োজক।

- Advertisement -

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নৌকার কান্ডারী ইঞ্জিনিয়িার মোশাররফ হোসেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।

- Advertisement -google news follower

‘উন্নয়নের ধারায় বাংলাদেশের জয়যাত্রায়, ভোট দিন নৌকায়’ স্লোগানে এ পরিচিতি সভায় বিকাল সাড়ে ৩টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামের ১৬টি আসনে মহাজোটের প্রার্থীরা হচ্ছেন  চট্টগ্রাম-১ (মিরসরাই) ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী (তরিকত ফেডারেশন), চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) মাহফুজুর রহমান মিতা , চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) দিদারুল আলম, চট্টগ্রাম–৫ (হাটহাজারি) আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল), চট্টগ্রাম–৬ (রাউজান) এ বি এম ফজলে করিম চৌধুরী,  চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হাছান মাহমুদ, চট্টগ্রাম–৮ (বোয়ালখালী) মঈন উদ্দীন খান বাদল (বাংলাদেশ জাসদ), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম–১০ (ডবলমুরিং) আফছারুল আমীন, চট্টগ্রাম–১১ (বন্দর) এম এ লতিফ, চট্টগ্রাম–১২ (পটিয়া) সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া) আব রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং সংরক্ষিত আসনে ওয়াশিকা আয়েশা খান এমপি।

- Advertisement -islamibank

প্রার্থীদের পাশাপাশি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন,নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন বাচ্চু, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নরুল আলম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক শফর আলী, নগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু, আওয়ামী লীগ নেতা অহীদ সিরাজ চৌধুরীসহ নেতৃবৃন্দ সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

জয়নিউজ/ফারুক/কাউছার/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM