উপকূল এক্সপ্রেসে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপ, ভাঙল জানালার গ্লাস

অনলাইন ডেস্ক

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত বগির দুটি জানালার গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়।

- Advertisement -

বুধবার (৩ জুলাই) রাত ১০টার দিকে ট্রেনটি নোয়াখালীর সোনাইমুড়ী স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ট্রেনটি সোনাইমুড়ী স্টেশনে পৌঁছার সঙ্গে সঙ্গেই একদল দুর্বৃত্ত শীতাতপ নিয়ন্ত্রিত ‌’ক’ বগি লক্ষ্য করে অনবরত পাথর ছুঁড়তে থাকে। এতে দুটি জানালার কাচ ভেঙে বগিতে ছড়িয়ে পড়ে। তবে ওই জানালাগুলোর পাশে কোনো যাত্রী না থাকায় কেউ হতাহত হননি।

উপকূল এক্সপ্রেসের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুধির চন্দ্র রায় বলেন, প্রতি মাসে কয়েকবার সোনাইমুড়ী, বজরাসহ আশপাশের এলাকায় এ ধরনের হামলার ঘটনা ঘটে। আমরা বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

- Advertisement -islamibank

এদিকে উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। প্রাচীন এ জেলার একমাত্র ট্রেনটি নিয়ে বাস মালিকপক্ষ ষড়যন্ত্র করছে বলে মনে করেন নেটিজেনরা। তাদের দাবি, বাস মালিকদের যোগসাজশে আতঙ্ক সৃষ্টি করে ট্রেনের যাত্রী কমানোর জন্য এমন ঘটনা ঘটানো হয়।

নোয়াখালী স্টেশনের মাস্টার মো. আসাদুজ্জামান হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। আপাতত প্লাস্টিক দিয়ে জানালা দুটি ঢেকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় ট্রেনটি যথানিয়মে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM