দুবাইতে গাড়ি বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

দুবাইতে গাড়ি বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী নিহত হয়েছে। তারা দুবাইয়ের আজমান প্রদেশে বসবাস করতেন।

- Advertisement -

রোববার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আছেন নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন এবং দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন। সকালে ওই পাঁচজন একই গাড়িতে করে কাজের স্থানে যাচ্ছিল। গাড়িটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

গাড়ি বিস্ফোরণে নিহতরা হলেন – নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা একই জায়গায় কাজ করতেন। দুবাই সময় সকাল সাড়ে সাতটায় কাজের উদ্দেশ্যে বের হয়ে শহর থেকে আজমান প্রদেশে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় গাড়িটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাংলাদেশ সময় তিনটার দিকে নিহতদের স্বজনরা ঘটনাটি জানতে পারে।

- Advertisement -islamibank

নিহত রানার মা রৌশনারা রুসি ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুণ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাদের জানায়।

এ ঘটনায় ওই এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারি ও বুকফাটা আর্তনাদে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM