নাফ নদীতে আরাকান আর্মির বোমা নিক্ষেপ, রোহিঙ্গা নিহত

অনলাইন ডেস্ক

কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীতে বোমা নিক্ষেপ করেছে আরাকান আর্মি। এতে এক রোহিঙ্গা নিহত ও আরো ২ জন আহত হয়েছেন। রবিবার (৭ জুলাই) নাফ নদীর সোনার ডেইল পয়েন্টে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত রোহিঙ্গার নাম জুবাইর। আহতরা হলেন— জাবের ও শুক্কুর। তারা সবাই টেকনাফ লেদা ক্যাম্পের বাসিন্দা। আহত শুক্কুর এখনো নিখোঁজ রয়েছে।

- Advertisement -google news follower

টেকনাফ থানার ওসি ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, এই ৩ রোহিঙ্গা যুবক নাফ নদীর সোনার ডেইল পয়েন্টে কাঁকড়া ধরতে যায়। এ সময় তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে আরাকান আর্মি। এতে ঘটনাস্থলে জুবাইর নামক এক রোহিঙ্গা নিহত হয়। আহত হয় আরো ২ জন। তাদের মধ্যে এখনো একজন নিখোঁজ রয়েছে।

- Advertisement -islamibank

নিহত জুবাইরের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত জাবেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশিকুর রহমান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM