দোহাজারীতে ট্রাকের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক

নোয়াখালী থেকে বন্ধু ইমন (১৯)সহ ৬ বন্ধুকে সাথে নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন আরিফুল ইসলাম রাতুল (১৮)।

- Advertisement -

বেড়ানো শেষে মোটর সাইকেলের পেছনে ইমনকে বসিয়ে বাড়ি ফিরছিলেন রাতুল। পথে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

- Advertisement -google news follower

চন্দনাইশ থানাধীন দোহাজারী দেওয়ানহাট মোড়ে ট্রাকের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে দুই বন্ধু প্রাণ হারায়। আজ সোমবার (৮ জুলাই) ভোররাত ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রাতুল নোয়াখালী জেলার সান্তসিতার পূর্ব এওজবালিয়া গ্রামের মো. আব্দুর রবের ছেলে এবং ইমন একই জেলার সুধারাম থানার উত্তর মাছিমপুর এলাকার মো. ইউসুফের ছেলে বলে জানা গেছে।

- Advertisement -islamibank

নিহত আরিফুল ইসলাম রাতুলের মামা আহসান উল্লাহ হেলাল জানান, গত শুক্রবার বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যান রাতুল। দুই দিন কক্সবাজার ঘুরে আজ ভোররাতেই মোটরসাইকেলে করে ফিরছিলেন।

ফেরার পথে দোহাজারী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে রাতুল ও ইমনের মোটরসাইকেলটি ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই ইমন মারা যান। আর গুরুতর আহত অবস্থায় রাতুলকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ খান মুহাম্মদ ইরফান।

তিনি বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ট্রাকটি জব্দ করা হয়েছে। তাবে চালক পালিয়ে গেছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM