কর্ণফুলী থানার নতুন ব্রিজ টোল প্লাজা এলাকায় ৬৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ কাভার্ডভ্যানের দুই চালককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) রাতে সাড়ে ১০টার তাদের গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো, কাভার্ডভ্যানের চালক মো. ইসলাম (৩৮) ও মো. হাবিব (২৮)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে দশটার দিকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে ৬৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কাভার্ডভ্যানের ভেতরের পাটাতনে বিশেষ কায়দায় তৈরি সুরক্ষিত একটি চেম্বারের মাধ্যমে ইয়াবা পরিবহন করা হতো। মূলত ইয়াবা পরিবহনের উদ্দেশ্যেই গাড়িটির ভিতরে পাটাতনে বিশেষ কায়দায় সুরক্ষিত এই চেম্বার তৈরি করা হয়েছিল, যা স্বাভাবিকভাবে দেখলে দৃষ্টিগোচর হয় না।
তিনি আরও জানান, কাভার্ডভ্যানটিতে কোনো ধরণের মালামাল ছিল না। গ্রেপ্তার দুই চালক মূলত কাভার্ডভ্যান চালানোর আড়ালে ইয়াবা পরিবহন করতো। তাদের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
জেএন/হিমেল/এমআর