চেক প্রতারণা মামলা

বাঁশখালীর সাবেক পৌর মেয়র গ্রেফতার,ঠাঁই হলো কারাগারে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ৩ টি চেক প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী (৭৮)।

- Advertisement -

সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার পৌরসদরের লক্ষী স্কয়ার এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, শেখ সেলিমুল হক চৌধুরী ৩ টি চেক প্রতারণা মামলায় পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে গত বছর ৭ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারণা মামলা করেন জামাল উদ্দিন নামের এক ব্যক্তি।

তাছাড়া ৪ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ এনে শেখ সেলিমুলের বিরুদ্ধে আরো দুটি মামলা করেছেন একই উপজেলার বৈলছড়ী এলাকার বাসিন্দা মহিউদ্দিন।

- Advertisement -islamibank

বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা তিনটির বিচারকার্য্য শুরু হলে বিচারক শেখ সেলিমুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ চেক পরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গতকাল (সোমবার) রাতে গ্রেফতারি পরোয়ানামুলে অভিযুক্ত শেখ সেলিমুল হক চৌধুরীকে গ্রেফতার করে টিম বাঁশখালী। মঙ্গলবার (৯ জুলাই) পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এ,পি,পি) এডভোকেট জুবেদ মাহমুদ চৌধুরী জানান, ৩ টি চেক প্রতারণা মামলায় গ্রেফতার করার পর সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM