ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। রাজ্যপালের ৬মাসের শাসনের মেয়াদ শেষ হয়েছে বুধবার (১৯ ডিসেম্বর)। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের মেয়াদ তিন বছরের বেশি বলবৎ হতে পারে না।
জুন মাসে ক্ষমতাসীন জোট সরকারের উপর থেকে বিজেপি সমর্থন তুলে নিলে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এরপর থেকে জম্মু ও কাশ্মীরে ছয় মাসের রাজ্যপালের শাসন জারি রয়েছে।
ভারতীয় সংবিধানের ৩৫৬ নং অনুচ্ছেদের আওতায় না পড়ার কারণে জম্মু-কাশ্মীরের রাজ্য সংবিধানের ৯২ ধারা অনুসারে নেওয়া সিদ্ধান্তে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। এক্ষেত্রে সংবিধানের ৭৪ (১) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার পরার্মশে অনুমোদন দেন রাষ্ট্রপতি।