চন্দনাইশ উপজেলার চেয়ারম্যানকে গ্রেপ্তারের নির্দেশ

অনলাইন ডেস্ক

উচ্চ আদালতের সঙ্গে পে-অর্ডার প্রতারণা এবং ১১৫ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

আজ বুধবার (১০ জুলাই) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

- Advertisement -google news follower

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৬ সালে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ‘জেসিকা ট্রেড ইন্টারন্যাশনাল’ এর মালিক জসিম উদ্দিন ৬০ কোটি টাকা ঋণ নেন।

এক বছরের মধ্যে পরিশোধ করার চুক্তি থাকলেও তিনি তা করেননি। সম্পূর্ণ সুদ মওকুফ সুবিধা নিয়ে ২০২২ সালে ঋণ পুনঃতফসিল করেন। এরপরও পরিশোধ না করায় ওই ঋণ সুদাসলে প্রায় ৮৯ কোটি টাকা হয়েছে।

- Advertisement -islamibank

২০২০ সালের ১৮ জুলাই ঋণ শোধ না করায় পদ্মা ব্যাংক জসিম উদ্দিনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে।

মামলায় গত ২৯ জানুয়ারি জসিমকে সুদসহ ঋণ পরিশোধের নির্দেশ দেন আদালত। তবুও ঋণ শোধ না করায় তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM